ওয়েবসাইটে ১ম পর্বে প্রকাশিত "নদী দূষণ, অবৈধ দখলদারিত্ব এবং অন্যান্য দূষণ থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরী ও সমীক্ষা প্রকল্প (১ম পর্ব)" দেশে বিদ্যমান নদীর মধ্যে ৪৮ নদী সম্পর্কিত তথ্যাদির ভিত্তিতে ডাটাবেস তৈরি ক্রমে বিগত ২৮/১২/২০২২ইং তারিখে জাতীয় নদী রক্ষা কমিশনের বরাবরে হস্তান্তর করা হয়। উল্লেখিত ডাটাবেসে সন্নিবেশিত তথ্যাদি অসংগতি পরিলক্ষিত হওয়ায় তৎ সঠিকতা (veracity) যাচাই-বাছাই ক্রমে সংযোজন বা বিয়োজনের প্রস্তাব বা অন্য কোন মতামত থাকলে তা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তর/ কার্যালয়ে যথা ১) জেলা প্রশাসক, ২) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং ৩) পরিবেশ অধিপ্তর বরাবর প্রেরিত হয়েছে এবং এই সকল দপ্তর হতে সম্পূর্ণ তথ্য না আসা পর্যন্ত উক্ত ডাটাবেসে সন্নিবেশিত তথ্যের সঠিকতার বিষয়ে কমিশনের পক্ষ থেকে উক্ত ডাটাবেস সম্পর্কিত কোন প্রত্যয়ন প্রদান করা সম্ভব হচ্ছে না এবং এর আইনগত দায় ও কমিশন নিবে না। ফলে কমিশনের তরফ হইতে প্রকল্পের নিকট থেকে প্রাপ্ত ডাটাবেসটির কোন রকম পরিবর্তন কিংবা বর্ধন বা সংশোধন না করে হুবহু পিডিএফ আকারে প্রতিলিপি জনসাধারনের অবগতির জন্য প্রকাশ করা হলো। এমতাবস্থায় উক্ত প্রকল্প ভিত্তিক তথ্যাদিতে কোন ভুল ভ্রান্তি, অপর্যাপ্ত প্রবিষ্ঠ (input) থাকলে কমিশন কোন অবস্থায় এর দায়ভার নিবে না।
প্রকল্প থেকে প্রাপ্ত ডাটাবেসের লিংকঃ https://riverdatabase.nrcc.gov.bd/
ডাটাবেসের পিডিএফঃ /site/view/miscellaneous_info