বাংলাদেশের নদ-নদীর তীরভূমি, ফোরশোর ও প্লাবনভূমিতে অবৈধ দখলসহ অবৈধ কাঠামো নির্মাণ, নানাবিধ অনিয়ম রোধকল্পে এবং পানি ও পরিবেশ দূষণ, শিল্প কারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষণ প্রতিরোধে ও পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণার্থে হাইকোর্টের রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ তে প্রদত্ত রায়ের আদেশ অনুসরণে সরকার জাতীয় নদী রক্ষা কমিশন-২০১৩ জারী করেছে। এ আইন বলেই জাতীয় নদী রক্ষা কমিশন ৫ আগষ্ট, ২০১৪ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সেই হতেই জাতীয় নদী রক্ষা কমিশন নদ-নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ, নৌপরিবহন যোগ্য হিসেবে গড়ে তোলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনে সকলের আস্থা ও বিশ্বাস অর্জন এবং সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।