নদ-নদী খাল-বিল, জলাশায় ও জলাধারের অবৈধ দখল, দূষণ, পানি ও পরিবেশ দূষণ, শিল্প কারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষণ, অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধ অনিয়ম রোধকল্পে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা পুনরুদ্ধার, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ ও নৌ-পরিবহন যোগ্য হিসাবে গড়ে তোলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ এর ১২ ধারায় মোট ১৩টি (ক হতে ড পর্যন্ত) কার্যাবলি কমিশনের উপর অর্পণ করা হয়েছে। তার মধ্যে নদী অবৈধ দখলমুক্ত রাখা, বিলুপ্ত বা মৃত প্রায় নদী খনন, নদী সংক্রান্ত তথ্য ভান্ডার উন্নয়নকরণ, নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, বিভিন্ন মেয়াদী পরিকল্পনা গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, নিয়মিত নদী পরির্দশন এবং নদী সংক্রান্ত পরিবীক্ষণ, নদী সংশ্লিষ্ট বিদ্যমান আইন ও নীতিমালার ব্যবহারিক প্রয়োগ পর্যালোচনাক্রমে প্রয়োজনে সংশোধন ও দেশের খাল, জলাশয়, সমুদ্র উপকূল দখল ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে সরকারের নিকট সুপারিশ প্রদানের লক্ষ্যে কমিশনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। নদী সংশিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ, দপ্তরসমূহ নিজস্ব কাঠামোর মধ্যে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। এ সকল প্রতিষ্ঠান স্ব স্ব আইন দ্বারা পরিচালিত হয়। ফলে ঐ সকল প্রতিষ্ঠানের কার্যাবলির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন রচনা করে কিভাবে নদী রক্ষায় অভিন্ন লক্ষ্যে তাদেরকে পরিচালনা করা যায় সে বিষয়ে পরামর্শ প্রদান করাই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।
জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩ এর ১২ (ট) অনুযায়ী নিয়মিত পরিদর্শন এবং নদী সংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ ক্রমে সুপারিশ করা জাতীয় নদী রক্ষা কমিশনের অন্যতম দায়িত্ব। নদী পরিদর্শন এর মূল উদ্দেশ্যসমূহ নিম্নরুপ :-
- নদীসমূহ সরেজমিন পরিদর্শনপূর্বক নদী সমূহের বর্তমান অবস্থা নিরুপণ।
- নদীর দখল, দূষণ ও নাব্যতা সম্পর্কে পর্যবেক্ষণ।
- সমস্যা চিহ্নিতকরণপূর্বক করনীয় নির্ধারণ।
- সরকারের নিকট প্রয়োজনীয় সুপারিশ প্রদান।
- বান্দরবান জেলার শহরস্ত সাঙ্গু নদী পরিদর্শন এবং জেলা নদী রক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান কর্তৃক ৮-৯ জুন ২০২৪ তারিখ বান্দরবান জেলা সফর করা হয়।
- রাজশাহী জেলাধীন পদ্মা নদীর বাস্তব অবস্থা পরিদর্শন এবং বিভাগীয় নদী রক্ষা কমিটির সভায় যোগদানের উদ্দেশ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান জনাব সারোয়ার মাহমুদ কর্তৃক ২৪ জুন ২০২৪ তারিখ রাজশাহী জেলা সফর করা হয়।
- ঠাকুরগাঁও জেলাধীন টাঙ্গন নদী ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং জেলা প্রশাসক, ঠাকুরগাঁও ও নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁও এর সাথে আলোচনা সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান জনাব সারোয়ার মাহমুদ কর্তৃক ১২-১৯ জুন ২০২৪ তারিখ ঠাকুরগাঁও জেলা সফর করা হয়।
- কমিশনের পরিচালক (প্রশাসন ও পরিবীক্ষণ) জনাব মোঃ দেলোয়ার হোসেন কর্তৃক রংপুর জেলাধীন তারাগঞ্জ উপজেলার চিকলী নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের বিষয়ে সরেজমিন ১৯-২৩ জুন ২০২৪ তারিখ পরিদর্শন করা হয়।
- কক্সবাজার জেলাধীন বাঁকখালী ও রেজু খাল পরিদর্শন এবং কক্সবাজার জেলা নদী রক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান জনাব সারোয়ার মাহমুদ কর্তৃক ২৩-২৫ মে ২০২৪ তারিখ কক্সবাজার জেলা সফর করা হয়।
- পঞ্চগড় জেলাধীন পাম নদী পরিদর্শন এবং পঞ্চগড় জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান জনাব সারোয়ার মাহমুদ কর্তৃক ১-৬ মে ২০২৪ তারিখ পঞ্চগড় জেলা সফর করা হয়।
- মুন্সিগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলা এবং রাজবাড়ী জেলাধীন গোয়ালন্দ ও পাংশা উপজেলায় পদ্মা নদী পরিদর্শনের উদ্দেশ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান জনাব সারোয়ার মাহমুদ ১১ মে ২০২৪ তারিখ মুন্সিগঞ্জ ও রাজবাড়ী জেলা সফর করা হয়।
- কমিশনের পরিচালক (প্রশাসন ও পরিবীক্ষণ) জনাব মোঃ দেলোয়ার হোসেন কর্তৃক ঠাকুরগাঁও জেলাধীন টাঙ্গন নদীসহ অন্যান্য নদী এবং জেলা নদী রক্ষা কমিটির বিশেষ সভায় অংশগ্রহণের নিমিত্ত ২০-২৩ মার্চ ২০২৪ তারিখ ঠাকুরগাঁও জেলা পরিদর্শন করা হয়।
- রাজশাহী মহানগরীর সপুরা এলাকার সুখানদীঘি/শুকনা দিঘীর অবৈধ দখল, উচ্ছেদ ও উক্ত স্থানে মার্কেট নির্মাণ বন্ধের বিষয়ে কমিশনের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন এবং বিভাগীয় কমিশনার, রাজশাহী -এর সাথে মতবিনিময়ের জন্য জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান জনাব শেখ মোঃ শরীফ উদ্দিন এনডিসি কর্তৃক রাজশাহী জেলা সফর করা হয়।
- কমিশনের পরিচালক (প্রশাসন ও পরিবীক্ষণ) জনাব মোঃ দেলোয়ার হোসেন কর্তৃক রংপুর জেলার শ্যামাসুন্দরী খালসহ অন্যান্য নদ-নদী ১, ৪ ও ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পরিদর্শন করা হয়।
- কমিশনের পরিচালক (প্রশাসন ও পরিবীক্ষণ) জনাব মোঃ দেলোয়ার হোসেন কর্তৃক কুড়িগ্রাম জেলার চাকিরপাশার বিলসহ অন্যান্য নদ-নদী ২৯ ফেব্রুয়ারি ৪ মার্চ ২০২৪ তারিখে পরিদর্শন করা হয়।
- মৌলভীবাজার জেলাধীন নদ-নদী, খাল ও জলাশয়ের দখল, দূষণ ও নাব্যতার বাস্তব অবস্থা সরেজমিন পরিদর্শনের জন্য কমিশনের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব রিনাত ফৌজিয়া এবং সহকারী পরিচালক (পরিবীক্ষণ ও সমন্বয়) জনাব মোঃ তৌহিদুর রহমান কর্তৃক ১৮ জানুয়ারি ২০২৪ হতে ২০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত মৌলভীবাজার জেলা সফর করা হয়।